PWD: রাস্তার কাজ অর্ধ সমাপ্ত রেখেই চলে যায় পিডব্লিউডি, বাধ্য হয়ে অবরোধে শামিল এলাকাবাসী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   রাস্তা কাজ অর্ধ সমাপ্ত রেখেই চলে যায় পিডব্লিউডি, বাধ্য হয়ে অবরোধে শামিল এলাকাবাসী।

ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাপটিবাড়ি বাজার থেকে রানিরহাট বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়েছে। এই রাস্তা সংস্কারের বিষয়ে অনেবার প্রশাসন এবং কর্তৃপক্ষকে জানানো হলে অবশেষে রাস্তা তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন পূর্ত দপ্তর। তবে কাজ অর্ধ সমাপ্ত করেই চলে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ সাপটিবাড়ি বাজার থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা তৈরি করেই অর্ধ সমাপ্ত রেখে চলে যান পূর্ত দপ্তর। বাকি অংশের কাজ না হওয়ায় বুধবার অবরোধে শামিল হন সাপটিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের নয়ারবাড়ি নামাজী পাড়া এলাকার বাসিন্দারা। বুধবার সকালে আনুমানিক ৯টা থেকে অবরোধ শুরু করেন স্থানীয় এলকার বাসিন্দারা। এরপর দুপুর ২ টার সময় অবরোধ তুলে দেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে অনেকবার জানানোর সত্বেও তারা ঘটনাস্থলে না আসলে বাধ্য হয়ে তারা নিজেরাই অবরোধ তুলে নেন।স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে বলেন , অনেক সময় ধরে গাড়ির চালকদের আটকে থাকার ফলে সমস্যায় পড়েছেন সেই কারণে মানবিকতার খাতিরে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন -  অভিনেত্রী শিল্পাও জড়িত ? স্বামীর কুর্কীতির সাথে, মুম্বাই পুলিশ তদন্ত করছে