Deepak Chahar: দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক চাহার

Published By: Khabar India Online | Published On:
দীপক চাহার ও জয়া ভরদ্বাজ

টিম ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার সাতপাকে বাঁধা পড়লেন।

 বুধবার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড জয়া ভরদ্বাজকে বিয়ে করলেন।

আগ্রায় একেবারে গ্র্যান্ড সেরেমনিতেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক।

আরও পড়ুন -  এই ৫ ব্যক্তিত্ব, টিম ইন্ডিয়ার কোচ হতে পারেন বলে মনে করা হচ্ছে, রবি শাস্ত্রীর জায়গায়

সোশ্যাল মিডিয়ায় দীপক-জয়ার ছবি ভাইরাল হয়ে গেছে।

মনের মানুষকে বিয়ে করার অনুভূতিই আলাদা। এই খুশিতেই নেচে উঠলেন দীপক। দীপক-জয়াকে ঘিরেই আগ্রায় আয়োজন হয়েছিলো।

আইপিএল চলাকালীন স্টেডিয়ামেই দীপক প্রপোজ করেছিলেন জয়াকে। মেহন্দি অনুষ্ঠানে দীপকের অভিব্যক্তি ফুটে উঠেছে রাহুলের ইনস্টাগ্রাম স্টোরিতে।

আরও পড়ুন -  Intercourse: দিনের পর দিন সহবাস, অবশেষে বিবাহ করতে অস্বীকার করে শিক্ষক, শুভঙ্কর রায় !