এশিয়া কাপের সময় পরিবর্তনের কথা ভাবছে আয়োজক শ্রীলঙ্কা। বিগত মার্চে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো আগামী ২৭ আগস্ট বসবে এশিয়ার বিশ্বকাপখ্যাত এসিয়া কাপের ১৮তম আসর। সেটি এখন তিন দিন এগিয়ে নিয়ে ২৪ আগস্ট শুরুর কথা ভাবছে ক্রিকেট বোর্ড।
সংবাদমাধ্যম দ্য নিউজের এক খবরে জানা যায়, প্রাথমিকভাবে আগামী ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছয় দলের এই টুর্নামেন্টের। তবে সেটি এগিয়ে নিয়ে এসে ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর করারর কথা ভাবছে লঙ্কান বোর্ড।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর সম্মতির ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে যে টুর্নামেন্টের সময় এগিয়ে আনা হবে কিনা। শ্রীলঙ্কাসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কোয়ালিফায়ার খেলে আসা অন্য দল।
এশিয়া কাপের আগের সময় এগিয়ে নিয়ে আসার কারণ হিসেবে আন্তর্জাতিক সূচির ব্যস্ততাকেই দেখানো হয়েছে। শ্রীলঙ্কা দেশ ছাড়াও পাকিস্তানসহ অংশগ্রহণকারী অন্য দলগুলোও অনুরোধ করেছে টুর্নামান্টের সময় এগিয়ে আনতে।
সম্প্রতি চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে পড়া শ্রীলঙ্কার মাটি থেকে এশিয়া কাপের টুর্নামেন্ট সরিয়ে নেয়ার কথাও শোনা গিয়েছিলো। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করায় এশিয়া কাপ আয়োজনের ব্যাপারেও আশাবাদী শ্রীলঙ্কা।