শান্ত খান, যে ভাবেই হোক শ্রাবন্তীকে চাই!

Published By: Khabar India Online | Published On:

অভিনেতা শান্ত খানের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘বিক্ষোভ’। পরিচালনায় শামীম আহমেদ রনি। প্রযোজনায় শান্ত খানের বাবা সেলিম খান। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সেখানে ফুটে উঠেছে শান্ত খান ও শ্রাবন্তীর অনস্ক্রিন রসায়নের ঝলক। যে ভাবেই হোক শ্রাবন্তীকে নিজের করে পেতে চান শান্ত খান!

আরও পড়ুন -  Mahsha Amini In Iran: কঠোর সাজার আদেশ ইরানের শীর্ষ বিচারকের, বিক্ষোভের মূল হোতাদের

নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি। শান্ত খানকে দেখা যাবে এক শিক্ষার্থীর ভূমিকায়। যে নিরাপদ সড়কের জন্য লড়াই করছেন। শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমার শ্যুটিং। করোনার কারণে বার বার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। ২০২১ সালে এসে প্রকাশ পায় সিনেমার টিজার ও গান।

আরও পড়ুন -  Iran: ইরানের বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি, আজই বিক্ষোভের শেষ দিন

সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, শিবা শানু, রাহুল দেবসহ দুই বাংলার একাধিক জনপ্রিয় শিল্পী। আগামী ১০ জুন বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে।

আরও পড়ুন -  Berlin: বার্লিনে বিক্ষোভ, ইউক্রেনকে অস্ত্র সহায়তা

বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তীর দ্বিতীয় সিনেমা। এর আগে তাকে ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছিলেন টলি সুন্দরী। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। ছবিঃ সংগৃহীত।