Rubina Dilaik: শরীর লুকাচ্ছেন রুবিনা, টকটকে লাল গোলাপ দিয়ে

Published By: Khabar India Online | Published On:

 রুবিনা দিলেক (Rubina Dilaik)-কে এনে দিয়েছিল স্টারডম। পরবর্তীকালে বিগ বসের ঘরে স্টাইল আইকন হিসাবে ধরা দিয়েছিলেন রুবিনা। তাঁর সহনশীল মনোভাবের জন্য বিগ বসের ট্রফি জিতেছিলেন তিনি। এবার রুবিনা কয়েটি ছবি পোস্ট করলেন ইন্সটাগ্রাম যাতে নজর কাড়ল।

আরও পড়ুন -  Viral Video: মহিলা ইন্সপেক্টরের জমিয়ে নাচ ‘ও আন্তাভা’ গানে, সোশ্যাল মিডিয়ায় হয়ে গেলো ভিডিও ভাইরাল

রুবিনার শেয়ার করা ছবিতে, সাদা রঙের নেটের তৈরি অফ শোল্ডার গাউন। গাউনের উপরে চমকপ্রদ। গাউনের উপরিভাগটি একটি সম্পূর্ণ ফুটে ওঠা লাল গোলাপ। হঠাৎই দেখলে মনে হতে পারে রুবিনা হয়তো নিজেকে গোলাপটি দিয়ে ঢাকার চেষ্টা করছেন। গাউনটি সাইড স্লিটেড। এর সাথে মানানসই হয়েছে রুবিনার নো মেকআপ লুক। তাঁর চুলকে ব্যাক কোম্ব করে জেল দিয়ে ওয়েট লুক আনা হয়েছে। রুবিনা ছবিগুলি শেয়ার করে লিখেছেন, অবশেষে তিনি একজন দূরদর্শককে খুঁজে পেয়েছেন যিনি কবিতা লিখতে জানেন।

আরও পড়ুন -  ‘ থলথলে বৌদি ’ বলে কটাক্ষ রিমঝিমের, মক্ষোম জবাব দিয়েছেন, অভিনেত্রী শ্রীলেখা মিত্র

মুম্বইয়ের বাঙালি ফ্যাশন ডিজাইনার সুমন গুহ (Suman Guha)। এর আগে নিয়া শর্মা (Nia Sharma) ‘আইটিএ অ্যাওয়ার্ডস’ -এ যে পোশাকটিতে নজর কেড়েছিলেন, সেটিও ডিজাইন করেছিলেন সুমন।

আরও পড়ুন -  লাল গোলাপ