Parthenium: খেলার মাঠ পর্থেনিয়াম মুক্ত করতে উদ্যোগী হল, নাগরিক চেতনা মঞ্চ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   খেলার মাঠ পর্থেনিয়াম মুক্ত করতে উদ্যোগী হল নাগরিক চেতনা মঞ্চ।

ময়নাগুড়িতে খেলার উপযুক্ত মাঠে ছেয়ে গেছে জঙ্গল ও বিষাক্ত পার্থেনিয়াম গাছ, বর্তমানে শিশু থেকে কিশোর মাঠে খেলা করার সময় সমস্যায় পড়ছেন। সাপের ভয়ে অনেকেই মাঠে নামছেন না।

আরও পড়ুন -  সাংসদ নুসরতকে উপ নির্বাচনের প্রচার তালিকা থেকে বাদ দিল তৃণমূল কংগ্রেস !

এই পরিস্থিতিতে রবিবার ময়নাগুড়ি নাগরিক চেতনা মঞ্চের পক্ষ থেকে জঙ্গল সাফাই অভিযান চালান সংগঠনের সদস্যরা। সংগঠনের সম্পাদক অপু রাউথ জানায়, মাঠের শেষ প্রান্ত গুলিতে জঙ্গল এবং পার্থেনিয়াম গাছের ছেয়ে গেছে। শিশুরা খেলতে এসে মাঝেমাঝেই বল আনতে জঙ্গলে ঢুকে যায়। এতে বিষাক্ত পোকা মাকড় আক্রমণ করতে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও তিনি ময়নাগুড়ির বিডিও, পৌরসভা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মাঠটিকে সংস্কার করার জন্য।

আরও পড়ুন -  Australia: লক্ষ লক্ষ মরা মাছ নদীর বিস্তীর্ণ অংশজুড়ে, অস্ট্রেলিয়া