Teenager: হাওড়ার নাজিরগঞ্জে, গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু কিশোরের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ   হাওড়ার নাজিরগঞ্জে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু কিশোরের।

হাওড়ার নাজিরগঞ্জে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। শনিবার দুপুর ১টা নাগাদ পাঁচপাড়া ইটভাটা ঘাটে স্নান করতে নামে জাহির হোসেন (১৬) নামেন ওই কিশোর। স্নান করার সময়ই নাজিরগঞ্জের মোল্লাপাড়া জলার ধার এলাকার বাসিন্দা ওই কিশোর তলিয়ে যান। খবর পেয়ে লোকজন ছুটে এসে নেমে জাহিরকে উদ্ধার করেন। সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জাহির ভাল সাঁতার জানতো না। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করতো সে। জাহিরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন -  RCB Vs LSG: ছাদে বল স্টেডিয়ামের, কোহলিদের চলতি আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা