Jumping Off Bridge: ট্রেন থেকে বাঁচতে, ব্রিজ থেকে ঝাপ দিয়ে মৃত্যু হয় দুই শিশু সহ তিনজনের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে গৌতম গোস্বামী পরিচিত নাম। মানুষ যখনই অসুবিধায় পড়েছে তখনই গৌতম বাবু কে পাশে পেয়েছে। করোনা পিরিয়ডে লকডাউন চলাকালীন প্রচুর দরিদ্র মানুষের রান্নাঘরে আনাজপাতির ব্যবস্থা করেছিলেন তিনি। রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত রকমের সমাজসেবা মূলক কাজে গৌতম বাবু কে পাশে পায় শহরবাসী।

আরও পড়ুন -  কাপুর খানদানের চক্রান্তের শিকার আমিশা প্যাটেল, কেরিয়ার বরবাদ হয়েছিল করিনার কারণে !

ট্রেন থেকে বাঁচতে ব্রিজ থেকে ঝাপ দিয়ে মৃত্যু হয় দুই শিশু সহ তিনজনের।

গতকাল এমন মর্মান্তিক ঘটনার সাক্ষি হয় সাহুডাঙ্গি রেল ব্রীজে।সাকিনা বেগম(৪০) আইলা খাতুন(১২) ও রুপালী রায় (৮) বছর। এই তিনজন ব্রীজের উপর দিয়ে চলার সময় হঠাৎই ট্রেন চলে এলে কিছু না বুঝে ব্রিজ থেকে ঝাপ দিলে, তিনজনেরই মৃত্যু হয়।প্রথমে পরিচয় জানা না গেলেও পরবর্তিতে জানা যায় যে তারা ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ঠাকুর নগর সংলগ্ন বাশবাড়ি এলাকার বাসিন্দা ।বিষয়টি জানার পর তাদের বাড়ি যান তিনি।এরপর হিন্দু ও মুসলিম মতে তাদের শেষকৃত সম্পন্ন সহ শ্রাদ্ধানুষ্ঠানের সমস্থ দায়ভার গ্রহন করার কথা জানান তিনি এবং আগামীতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন -  Buddhadeb Bhattacharya: অশোককে ফোন বুদ্ধদেব ভট্টাচার্য’র, পুরভোটে লড়তে