Road: রাস্তায় পড়েছিলেন এক মহিলা, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন তৃণমূল কর্মী মদন ভট্টাচার্য

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   বুধবার শিলিগুড়ির কাছাড়ি রোড থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার এক মহিলা। তৃণমূল কর্মী মদন ভট্টাচার্য এবং তার সঙ্গীরা আড্ডা দেওয়ার সময় ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় ওই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদন ভট্টাচার্য জানান, ওই মহিলার নাম শোভা দাস। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত এলাকায়।

আরও পড়ুন -  Imran Khan: মুক্তির নির্দেশ, ইমরান খানের সাজা স্থগিত

গত তিন আগে তাকে সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। এরপর তার ওপর শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ। এমনকি নেশা জাতীয় পদার্থ খাইয়ে তাকে অন্যত্র পাচারের ছক ছিল বলেও অভিযোগ উঠেছে। বুঝতে পেরে ওই মহিলা চিৎকার চেচামেচি শুরু করলে অভিযুক্তরা তাকে শিলিগুড়ির কাছারি রোডে ফেলে পালিয়ে যায়। ওই মহিলার সাথে ২জন মহিলা এবং ৩ জন যুবক ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  Actor Rajinikanth: হাসপাতালে ভর্তি হয়েছেন, জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত