AFC Cup: এ এফ সি কাপের আঞ্চলিক, সেমিফাইনালে সবুজ মেরুন

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   এ এফ সি কাপের আঞ্চলিক সেমিফাইনালে সবুজ মেরুন।

এ এফ সি কাপের আঞ্চলিক সেমিফাইনালে চলে গেলো দাপটের সঙ্গে খেলে এ টি কে মোহনবাগান। মজিয়া দলকে ৫-২গোলে দাপটের সঙ্গে হারিয়ে শেষ চারে খেলবার ছাড়পত্র পেয়েছে সবুজ মেরুন শিবির। এর আগে বাংলাদেশের বসুন্ধরা ২-১ গকুলাম কেরালা দলকে হারিয়ে দেওয়ায় এ টি কে মোহনবাগানের শেষ চারে খেলবার পথ সহজ করে দেয়।

আরও পড়ুন -  বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়ের দক্ষতা, নতুন দক্ষতা অর্জন এবং দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন