নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ মঙ্গলবার ধূপগুড়ির মৃত -৫ শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে আসেন জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায়।
জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হয় ধুপগুড়ির পাঁচজন তরতাজা যুবকের। মঙ্গলবার সকালে সড়কপথে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২নং গ্রাম পঞ্চায়েতের ভগবান পাড়ায় এসে পৌঁছেছে মৃত শ্রমিক যাদব রায় ও গৌতম রায়ের নিথর দেহ। এদিন দুপুরে তাদের পরিবারের সাথে দেখা করতে আসেন বিজেপির টিকিটে জলপাইগুড়ি লোকসভা আসনে নির্বাচিত সাংসদ ডাঃ জয়ন্ত রায়। তিনি মৃত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়ে মৃত পরিবারের সদস্যরা। এদিন সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের সাথে মৃত শ্রমিক পরিবারের সদস্যদের সাথে কথা বলেন বিজেপির নেতারাও।