Samantha-Vijay Injured: সামান্থা-বিজয় আহত, শুটিং করার সময়

Published By: Khabar India Online | Published On:

 কাশ্মীরে সিনেমার শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রাউত প্রভু এবং অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা। ঘটনার পর দ্রুত নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন -  Aashram 3: 'আশ্রম' ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় সিরিজে পরিণত হয়েছে

দেভেরাকোন্ডার টিমের এক সদস্য জানান, কাশ্মীরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শুট করছিলেন। তখনই দুর্ঘটনায় পড়েন এই দুই অভিনেতা।

তিনি আরও বলেন, দৃশ্যটি খুবই কঠিন ছিলো। লিডার রিভারের উপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিলো দুই জনকে। সে সময়েই দড়ি ছিঁড়ে যায়। সাথে সাথে গাড়িসহ নদীতে পড়ে যান তারা। এতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়। গত রবিবার, দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেছেন।

আরও পড়ুন -  Jammu: নিহত ১০, আহত অর্ধশতাধিক, জম্মুতে বাস খাদে পড়ে