Leopard: চা বাগান থেকে উদ্ধার, পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কিলকোটঃ   চা বাগান থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ। সোমবার সকালে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শিব বাড়ি সেকশন থেকে ওই দেহটি উদ্ধার করা হয়। এদিন চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা পচা গন্ধ পায়। এরপরই চিতাবাঘের পচাগলা দেহ পরে থাকতে দেখে। ঘটনাস্থলে পৌঁছোন বাগান ম্যানেজার। পরবর্তীতে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন -  Bollywood Actress: ফ্যানদের নিয়ন্ত্রণহীন করছেন এই সমস্ত টিভি অভিনেত্রীরা, বডি ট্রান্সফারমেশান করে

উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় সঙ্গিনী দখলের লড়াইয়ে একটি মৃত চিতাবাঘের দেহ উদ্ধার করা হয়। শ্রমিকরা জানান, সম্ভবত ৩-৪ দিন আগেই মারা গেছে চিতাবাঘটি। শরীরের অনেকটা মাংস পচে গেছে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রফুল্ল সরকার বলেন, ‘দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। চিতাবাঘটি পূর্ণবয়স্ক। শরীর পচে যাওয়ায় তার লিঙ্গ নির্ধারণ করা যায়নি।‘

আরও পড়ুন -  Hrithik-Aryan: খোলা চিঠি লিখলেন হৃতিক রোশন, আরিয়ানকে