Russia: সর্বোচ্চ ‘নিষেধাজ্ঞা’ চান জেলেনস্কি, রাশিয়ার ওপর

Published By: Khabar India Online | Published On:

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তিনি রাশিয়ার তেল না কেনার জন্যও বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

ভিডিও লিংকের মাধ্যমে জেলেনস্কি এ ভাষণ দিয়েছেন। সোমবার আল জাজিরা এ খবর জানায়।

আরও পড়ুন -  Krishna Rao: ‘কেজিএফ’ খ্যাত কৃষ্ণা রাও চলে গেলেন

ভাষণে জেলেনস্কি তার দেশকে পুনর্গঠনে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

আল জাজিরার কূটনৈতিক প্রতিবেদক জেমস বেইস বলেন, ‘তিনি (জেলেনস্কি) বলেছেন, বিশ্ব একটি টার্নিং পয়েন্টের মধ্যে রয়েছে,  তিনি এটাকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে, তীব্রভাবে তার দেশের আরও বেশি তহবিল প্রয়োজন।’

আরও পড়ুন -  Brazil-Switzerland: বিশ্বকাপে জয় নেই ব্রাজিলের, সুইজারল্যান্ডের বিপক্ষে

তিনি যোগ করেন, জেলেনস্কি এটা পরিষ্কার করেছেন যে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ‘আন্তর্জাতিক প্রক্রিয়া পরিবর্তন করা প্রয়োজন।’ জেলেনস্কি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে তা কেবল ঠেকানোতে সীমাবদ্ধ থাকা উচিৎ নয়, এটা নিশ্চিত করতে হবে যে এ ধরণের ঘটনা আর যাতে না ঘটে।

আরও পড়ুন -  বলিউডের বিদ্যা বালানের সাথে অভিনয়ের সুযোগ পেলেন বাংলা সিরিয়ালের এই নায়ক

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। ছবিঃ সংগৃহীত।