Saregamapa: ‘সারেগামাপা’র নতুন সিজন আবির এর সাথে গান শুনুন

Published By: Khabar India Online | Published On:

 ‘সারেগামাপা’-এর নতুন সিজনের দৌলতে আসতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বিগত বছরে আবিরের উপস্থিতি দর্শকদের নজরে আসে।

আবিরের সাজসজ্জা থেকে কথা বলার ভঙ্গিমা সবটাই দর্শকরা আপন করে নেন, সেই জন্য আরো একবার ছোট পর্দার গানের রিয়্যালিটি শোতে সঞ্চালনার ভূমিকায় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

আরও পড়ুন -  বিচারপতি সঞ্জয় কুমার মেধি, নানি তাগিয়া এবং মণীষ চৌধুরিকে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে

 আবির চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে ‘Sa Re Ga Ma Pa’-এর একটি প্রোমো শেয়ার করেছেন। পাশাপাশি চ্যানেল কতৃপক্ষও এই খবরে আনুষ্ঠানিক শিলমোহর দিয়েছে।

সম্প্রতি শেষ হতে চলেছে দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ (Dadagiri Unlimited Season 9) । ঠিক এর পরিবর্তে আসতে চলছে নতুন গানের রিয়্যালিটি শো ‘Sa Re Ga Ma Pa’। বাংলায় এই গানের রিয়্যালিটি শো বেশ জনপ্রিয়।

আরও পড়ুন -  Ullu Web Series: সম্পর্কের জটিল রহস্য নিয়ে উল্লুতে এসেছে এই ওয়েব সিরিজ