বেহালায় সোমার ” শাইন অ্যান্ড শ্যাডো “ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক।
সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ বুদ্ধপূর্ণিমার শুভ দিনে SHHINE & SHADOW সংস্থার সূচনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউডের প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। ফিতে ও কেক কেটে সংস্থার পদাপর্নের সূচনা করেন অভিনেত্রী। ত্বক ও রূপচর্চার SHHINE & SHADOW বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অত্যাধুনিক ও উন্নত ব্যবস্থা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, “এই সংস্থার যে অত্যাধুনিক ও বি়জ্ঞানসম্মত উন্নত ব্যবস্থা রয়েছে, তা সত্যিই অন্যান্য বহু নামী সংস্থাকেও টেক্কা দেবে। এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করছি।“
রূপচর্চা জগতের অত্যন্ত জনপ্রিয় নাম সোমা ঘোষ। হেয়ার স্টাইলিস্ট ও বিউটিশিয়ান বিশেষজ্ঞ সোমা ঘোষ এই সংস্থার কর্ণধার। কলকাতায় তাঁর বেশ কয়েকটি রূপচর্চা ও হেয়ার স্টাইলের সেলোন রয়েছে। এমন উন্নত একটি রূপচর্চা কলকাতার নামী সংস্থাকে প্রতিযোগীতায় ফেলে দেবে বলেই আশা তাঁর। সোমা ঘোষ বলেন, “বিদেশে যে বিজ্ঞানসম্মতভাবে ত্বক ও চুলের সৌন্দর্য্যের নিয়ে কাজ করা হয়। আমাদের শহরে সেই পরিকাঠামো খুবই কম রয়েছে। এখানে ত্বক ও রূপচর্চার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।“
” শাইন অ্যান্ড শ্যাডো “
সূচনায় অভিনেত্রী দেবশ্রী রায়কে প্ল্যাটিনাম কার্ড দিয়ে আজীবন তাঁর রূপচর্চার করার অঙ্গীকার করেছে।