Lover House: প্রেমিকার বাড়িতে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে উত্তম-মধ্যম জুটলো প্রেমিকের!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ   প্রেমিকার বাড়িতে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে উত্তম-মধ্যম জুটলো প্রেমিকের!

বুধবার দুপুরের প্রেমিকার বাড়িতে সদলবলে গিয়েছিল প্রেমিক। প্রেমিকার বাড়িতে প্রেমের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য ছিল ওই যুবকের। কিন্তু হিতে বিপরীত, যুবকের কপালে জুটল উত্তম মধ্যম।

আরও পড়ুন -  অস্ত্র আইনে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতার ছেলে, অভিযোগ আছে শ্লীলতাহানির

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি কালীরহাট ব্লকে। ওই যুবক দাবি করেছে বেশ কিছুদিন ধরেই সংলগ্ন এলাকার এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে কোন যোগাযোগ ছিল না। এরপর বুধবার দুপুরে ওই যুবক বন্ধুবান্ধব নিয়ে প্রেমিকার বাড়িতে প্রেমের প্রস্তাব দিতে যায়। সেখানে গিয়ে প্রেমিকার বাড়ির লোকের সঙ্গে তার ঝামেলা হয়। ওই যুবককে উত্তম-মধ্যম দেয় তার প্রেমিকার বাড়ির লোকজন। ওই যুবতীর বাড়ির লোকজন অভিযোগ করেছে যুবক তাদের বাড়িতে ঢুকে অত্যাচার শুরু করে। আহত অবস্থায় ওই যুবককে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন -  Bappi Lahiri: বাপ্পী লাহিড়ীর বন্ধ কথা, কেন ? প্রথম ডিস্কো বিটস নিয়ে আসেন বাপ্পী