Shehnaz Gill: শেহনাজ গিল, সলমান খানের ছবিতে অভিনয় করছে

Published By: Khabar India Online | Published On:

 সলমান খানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র কথা সবাই জানি। চলছে ছবির শুটিং। আগেই জানা গিয়েছিল, ছবিতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

এবার জানা গেলো, এই সিনেমায় থাকছেন ‘বিগ বস’-এ অংশগ্রহণকারী শেহনাজ গিল। তার বলিউড অভিষেকের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়। তাতে নিশ্চিত হওয়া গেল, অভিনেত্রী শেহনাজ ছবিটির শুটিং শুরু করেছেন।

আরও পড়ুন -  হুবহু ঐশ্বর্য রাই, সোশ্যাল মিডিয়ায় চুটিয়ে প্রেম করছেন সালমান খানের সঙ্গে !

ভিডিওতে শেহনাজকে দেখা যায় শাড়ি পরে শুটিংয়ের জন্য প্রস্তুত। তার পরনে ছিল গজরা।

গত সপ্তাহে শুরু হয়েছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং। সলমান খান সোশ্যাল মিডিয়ায় তার প্রথম লুক উন্মোচন করেছেন। সেখানে পূজা হেগড়েকে সিনেমার সেটে সলমানের আইকনিক ব্রেসলেটে দেখা গেছে।

আরও পড়ুন -  হাতে লেখা নিয়ে ফের ভাইরাল, চিত্রনায়িকা পরীমনি