নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ শিলিগুড়ি সংলগ্ন ডাব গ্রাম ফুলবাড়ীর অন্তর্গত ভালোবাসা মোরে গত পরশুদিন অত্যাধিক ভোল্টেজ এর কারণে অনেকগুলি বাড়িতে মিটার বক্স জ্বলে গিয়েছিল। সেই কারণেই সংলগ্ন বাড়ি গুলিতে প্রচুর ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যায়। অনেকগুলি বাড়িতে পাখা নষ্ট হয়ে গিয়েছে। প্রচন্ড গরমের মধ্যে পাখা ছাড়া থাকতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। এই অসুবিধার দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামি এবং তার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আজ বিকালে এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী। স্বভাবতই খুশি ওই এলাকার বাসিন্দারা।
Updated:
প্রচন্ড গরমের মধ্যে পাখা দিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামি
Latest News
Modern Skin Clinic: বেহালায় সোমার ” শাইন অ্যান্ড শ্যাডো “ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক
বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক।
সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ বুদ্ধপূর্ণিমার শুভ দিনে SHHINE & SHADOW...