Sara Ali Khan: সারা আলি খান পাহাড়ের কোলে

Published By: Khabar India Online | Published On:

 মাঝে মাঝেই ঘুরতে চলে যান সারা আলি খান। কিছুদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তিনি।
এবার ফের পাহাড়ের কোলে দেখা মিলল নায়িকার।

কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নায়িকা। মেরুন ট্র্যাকস্যুট সঙ্গে ম্যাচিং জ্যাকেট, হাতে লাঠি।

আরও পড়ুন -  শরীরের খিদে মেটালেন কামুক পরিচারিকা অসুস্থ যুবকের সঙ্গে, ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজটি

তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে ট্রেকিংয়ে গেছেন সারা।

পাহাড়ের কোলে টেন্টেই রাত কাটছে নবাব কন্যার। অ্যাডভেঞ্চার চুটিয়ে উপভোগ করছেন সারা।

কার সঙ্গে ট্রেকিংয়ে গেছেন নায়িকা? তা অবশ্য খোলসা করেননি সারা।

আরও পড়ুন -  Oscar: পরিচালক সুস্মিতা ঘোষের ‘রাইটিং উইথ ফায়ার’এর জয়জয়কার