Dead Body: গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার, ফরাক্কা বিন্দুগ্রাম বটতলা ঘাটে

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ   গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা বিন্দুগ্রাম বটতলা গঙ্গা ঘাটে। পুলিশ সুত্রে জানাযায়, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইমরান আলম। বয়স ৪০ বছর। বিহারের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, আজ সকালে ফরাক্কার মাঝগঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখে। খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশকে। পুলিশ মাঝগঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার করে মায়না তদন্তর জন্য জঙ্গীপুর পাঠায়।

আরও পড়ুন -  মুর্শিদাবাদে অনুষ্ঠিত হ’ল তৃতীয় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব – ২০২১

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত ব্যক্তির দাদা। মৃতের দাদা জানিয়েছে, তিনি প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা জন্য ফরাক্কায় থাকে। তার ভাই মোহাম্মদ ইমরান আলম এক বছর আগে বিহার থেকে এসে তার কাছে থাকতো। গত পাঁচ দিন ধরে ভাই নিখোঁজ ছিলো। গঙ্গায় মৃতদেহ উদ্ধারের কথা শুনে ছুটে আসে। গঙ্গার ধারে এসে দেখে তার ভাইয়ের মৃতদেহ।

আরও পড়ুন -  Monami Ghosh: প্রিয় মৌ বৌদির গায়ে কাঁটা দিয়ে ওঠে, গোপন কারণ জানালেন অভিনেত্রী