Mia Khalifa: মিয়া খলিফা কেঁদে ফেললেন কেন ?

Published By: Khabar India Online | Published On:

 হ্যারি পটারের অন্যতম ফ্যান মিয়া খলিফা (Mia Khalifa)। গত ডিসেম্বরে তাঁর সঙ্গীর সঙ্গে হ্যারি পটারের সেট দেখতে গিয়েছিলেন ফ্লোরিডার ইউনিভার্সাল স্টুডিওতে। এর আগে সোশ্যাল মিডিয়ায় মিয়া সেখানে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে ঘটল এক অঘটন। মিয়া ঝরঝর করে কেঁদে ফেললেন। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে বমি করে ফেললেন তাঁর সঙ্গী।

আরও পড়ুন -  নতুন ভোটারদের উৎসাহিত করতে সৌজন্যমূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল বালুরঘাটে

 মিয়া ও তাঁর সঙ্গী উঠেছিলেন হগওয়ার্টস এক্সপ্রেসে। কিন্তু সেই ট্রেনে ওঠার আগে দুজনে খেয়েছিলেন ম্যাজিক মাশরুম। ট্রেনে মিয়া একটি ছোট মেয়েকে তার পরিবারের সঙ্গে বসে থাকতে দেখেন। সে কপালে হ্যারি পটারের মতো কাটা দাগ এঁকেছে। মেয়েটিকে দেখে মিয়ার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। মিয়া ভাবেন, শৈশবের তুলনায় তিনি বর্তমানে অনেক সুখী।

 

View this post on Instagram

 

A post shared by Mia Khalifa (@mia_khalifa984)

এই কথা ভেবেই কেঁদে ফেলেন মিয়া। অপরদিকে তাঁর সঙ্গী জীবনেও হ্যারি পটারের একটি ফিল্মও দেখেননি। মিয়াকে খুশি করতে তিনি এসেছিলেন হ্যারি পটারের সেটে। তাঁর পরনে ছিল প্রফেসর স্নেপের কস্টিউম, হাতে জাদুকাঠি। কিন্তু মিয়ার কান্না দেখতে গিয়ে প্রফেসর স্নেপের কস্টিউমে বমি করে ফেলেন।

আরও পড়ুন -  পশ্চিম বর্ধমান জেলার ২৬৩৩ জন পুরোহিতকে ভাতার আওতায় আনা হয়েছে