নিষেধাজ্ঞা উঠলেও তিনি আপাতত টুইটারে ফিরছেন না, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Published By: Khabar India Online | Published On:

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। রয়টার্স সূত্রে জানা যায়, বুধবার ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার সম্মেলনে মাস্ক এ বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন -  বিমানের দরজা মাঝ আকাশেই উড়ে গেল, জরুরি অবতরণ

গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা মার্কিন ক্যাপিটলে হামলা চালানোর পর উসকানি দেয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে টুইটার। ট্রাম্পের ওই অ্যাকাউন্টে ৮ কোটি ৮০ লাখ ফলোয়ার ছিলো।

আরও পড়ুন -  Mbappe: ভাইরাল ছবি, ট্রাম্প কন্যার সঙ্গে এমবাপে

 মাস্কের ভাষায়, ট্রাম্পের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ ছিলো নৈতিকভাবে ভুল এবং স্রেফ নির্বোধের মতো কাজ।

ট্রাম্প অবশ্য বলেছেন, নিষেধাজ্ঞা উঠলেও তিনি আপাতত টুইটারে ফিরছেন না। নিজের বানানো নেটওয়ার্ক ট্রুথ সোশাল নিয়েই বেশি আগ্রহী।

আরও পড়ুন -  অপু বিশ্বাস ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন কাকে?

মানবাধিকার সংগঠনগুলো অবশ্য এ বিষয়ে কিছুটা সন্দিহান। টুইটারের ওপর মাস্কের একচ্ছত্র আধিপত্য বাকস্বাধীনতার নামে বিদ্বেষমূলক প্রচারের পথ সুগম করবে বলেই ধারণা করছেন অনেকে।