বিয়ের প্রস্তাব নিয়ে সটান হাজির প্রেমিকের বাড়িতে !

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ   বিয়ের প্রস্তাব দিতে সটান হাজির প্রেমিকের বাড়িতে কিন্তু শশুড়িমা বেঁকে বসায়, প্রেমিকের ছবি কাঁধে নিয়ে সটান ধর্নায় বসে পড়েন, চাঞ্চল্য ধূপগুড়িতে। ধূপগুড়ির শালবাড়ী স্কুল শিক্ষকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে ধর্নার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের ধূপগুড়ির ৯ নং ওয়ার্ডের প্রেমিকের বাড়ির সামনে ধর্না বটতলি এলাকার এক যুবকের। জানা গেছে ঐ এলাকার এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে তার প্রেম কিন্তু শাশুড়িমা কিছুতেই রাজি নয়। এদিন ঐ যুবকটি বিয়ের দাবি জানাতে আসে। কিন্তু তাকে অপমান করে বের করে দেয় বলে যুবকের ধাবি, বাধ্য হয়ে তিনি তাদের প্রেমিকার ছবি কাঁধে নিয়ে ধর্নায় বসে পড়ে।

আরও পড়ুন -  Child Theft: বাচ্চা চুরি, অভিযোগে এক যুবককে গণধোলাই