World Thalassemia Day: আজ ৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   আজ ৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শিলিগুড়ির মহাকাল পল্লী স্পোর্টিং ক্লাবে ” প্রিয়জন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এবং তেরাই ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে এক রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন -  এসপ্লানেড থেকে হাওড়া ময়দান, মাত্র ১২ মিনিট অন্তর ব্যবধানে, সুখবর দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

অ্যাসোসিয়েশন এর স্বল্প কয়েকজন এর সান্নিধ্যে আজ এই শিবির সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী স্বল্প বয়সের একটি মেয়ে দিশা কে তারা পুষ্প স্তবক এবং চকলেট এর মাধ্যমে সম্মানিত করে এই দিনের মাহাত্ম্যের অঙ্গীকার বদ্ধ হয়। এছাড়াও তিন ডোনার রক্ত জোগাড় হয়েছে আরও ডোনার একে একে এগিয়ে আসবে বলে তাদের বিশ্বাস এবং এই রোগ কে একটা সময়ের পর সারিয়ে তুলতে পারবে এবং রক্তের অভাবে কেউ মারা যাবে না।

আরও পড়ুন -  Debalina Dey: উঠতি মডেল, ‘গুড বাই’ লিখে আত্মহত্যার চেষ্টা