World Mother’s Day: অভিনব চিত্র দেখা গেল, বিশ্ব মা দিবস

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ   রবিবার মাতৃ দিবস, প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবারে মাতৃ দিবস পালিত হয়। ধুপগুড়ি ব্লক এর স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে মাতৃ দিবস উপলক্ষে মাতৃ পূজার আয়োজন করা হয়।

আরও পড়ুন -  Spice Fair: 200 বছর ধরে হয়ে আসা মশলা মেলা, নববর্ষের দিনে

অভিনব চিত্র দেখা গেল সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ে। সারি সারি চেয়ারে বসে আছেন পড়ুয়াদের মায়েরা। মায়েদের পা ধুয়ে দিচ্ছেন সন্তানেরা, এরপর সন্তানেরা শপথ নিয়েছে সারা জীবন বাবা মাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে। সন্তান এরা নিজেদের হাতে তাদের মায়েদের পায়েস খাইয়ে দিচ্ছে, একইভাবে মায়েরা তাদের সন্তানদের পায়েস খাইয়ে দিচ্ছে। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানানো হয় বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন -  Shovan - Swastika: এবছর পুজোর প্ল্যান কি শোভন-স্বস্তিকার ? অভিনেত্রী কি জানালেন ?