Papaya: পেঁপে ব্যবহার করুন, মসৃণ চুল পাবেন

Published By: Khabar India Online | Published On:

 অতিরিক্ত রোদ, বাইরে ধুলো, দূষণে চুল আরও বেশি নিস্তেজ হয়ে পড়ে। রুক্ষ চুল কোমল ও মসৃণ করতে অনেকেই ভরসা রাখেন বাজারজাত প্রসাধনীর উপর। চুল ভাল রাখতে তাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভাল। এর জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক।চুলের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপে। দারুন কাজ করে।

আরও পড়ুন -  Gold Price Today: টানা পাঁচ দিন ধরে দাম কমছে, ৮ এপ্রিল ২০২৫ তারিখে কতটা কমলো সোনার দাম?

উপকরণঃ

  • পাকা পেঁপে: আধ কাপ
  • নারকেলের দুধ: এক কাপ
  • মধু: এক চা চামচ

প্রণালীঃ

পাকা পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আধ কাপ মিক্সিতে বেটে নিতে হবে।তার মধ্যে নারকেলের দুধ ও মধু মিশিয়ে আরও এক বার মিক্সিতে দিন। পেঁপের এই ঘন মিশ্রণটি ভাল করে চুলের গোড়ায় ও মাথার তালুতে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’-তিন দিন এই চুলের মাস্কটি ব্যবহার করুন। চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ। প্রতীকী ছবি

আরও পড়ুন -  মালাইকা অরোরাকেও টেক্কা অর্জুন কাপুরের বোন সৌন্দর্যের, হটনেস দেখে পাগল নেটদর্শকরা