Gambling Board: জুয়ার বোর্ড থেকে জনা সাতেক ব্যক্তিকে আটক, সাথে 47600 টাকা বাজেয়াপ্ত

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়িঃ   গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ধুপগুড়ি থানার পুলিশ ধুপগুড়ি 14 নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে জনা সাতেক ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে 47600 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আরও পড়ুন -  Madhurima Basak: উন্মুক্ত নিম্নাঙ্গ ফাইন পোশাকে, হট লুকে নজর কেড়েছেন, ‘গুড্ডি’-র শিরিন!

এছাড়া তাদের কাছ থেকে প্লেইং কার্ড উদ্ধার করা হয়েছে।

বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে গোপন খবর ছিল সংশ্লিষ্ট এলাকার জুয়ার আসর বসছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তবে পুলিশের কাছে খবর রয়েছে পুলিশের চোখে ধুলো দিয়ে বহুতলের উপর জুয়ার আসর বসাচ্ছে একটি চক্র। পুলিশ এই বিষয়ে খতিয়ে দেখছে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আরও পড়ুন -  Durga Pujo: পুজা মন্দির, গোপালগঞ্জ