Santosh Trophy Final: ভাগ্যের কাছে বাংলার হার

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  ভাগ্যের কাছে বাংলার হার।

বাংলার স্বপ্ন সার্থক হলো না। ভাগ্যের কাছে হার মানতে হলো বাংলাকে। সন্তোষ ট্রফি ফাইনালে দারুন লড়াই করে বাংলা শেষ রক্ষা করতে পারল না। টাই ব্রেকারে কেরালার কাছে ৫-৪ গোলে হেরে গিয়ে বাংলার ট্রফি অধরা থেকে গেলো। নির্দিষ্ট সময়ে কোনও দলই গোল পায়নি। অতিরিক্ত সময়ে দুই দলই ১টি করে গোল করে। টাই ব্রেকারে বাংলার এই হারকে মেনে নিতে পারছেন না কেউই। তবে বাংলার দুরন্ত ফুটবল উপহার দেওয়ার জন্যে কুর্ণিশ করতে হবে।

আরও পড়ুন -  Windows 11: আকৃষ্ট করতে নতুন আপডেট নিয়ে আসছে উইন্ডোজ ১১