US: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘জয় না আসা পর্যন্ত’ ইউক্রেনকে সমর্থনঃ স্পিকার ন্যান্সি পেলোসি

Published By: Khabar India Online | Published On:

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘জয় না আসা পর্যন্ত’ ইউক্রেনকে সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার এক অঘোষিত সফরে কিইভ গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করার পর ঘোষণা করেন।

আরও পড়ুন -  Web Series: একান্ত সম্পর্কের গল্প নিয়ে সাহসী ওয়েব সিরিজ, বাচ্চাদের সামনে দেখা যাবে না

রবিবার টুইটারে জেলেনস্কির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, তিনি সামরিক উর্দি পরা অবস্থায় চারপাশে সশস্ত্র সেনা পরিবেষ্টিত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের সামনে পেলোসির নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন।

আরও পড়ুন -  Ukrainian City: ধ্বংস করল রুশ বাহিনী, একটি ইউক্রেনীয় শহরঃ ভলোদিমির জেলেনস্কি

পেলোসির সঙ্গে চার ঘণ্টা ধরে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করেন তারা। যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেইনের যে অংশীদাররা কিইভ সফরে গিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।

আরও পড়ুন -  UNICEF: ৪৮ লাখ শিশু যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছে, ইউনিসেফ সোমবার জানিয়েছে

কিইভ থেকে ফিরে রবিবার পোল্যান্ডে এক সংবাদ সম্মেলনে পেলোসি বলেন, জয় না আসা পর্যন্ত আমরা ইউক্রেইনের সঙ্গে আছি। আর ইউক্রেইনকে সমর্থন করার ক্ষেত্রে আমরা নেটো মিত্রদের সঙ্গেও আছি।