Tiger: বাঘের দেখা মিলেছে, রাঙ্গাপাণী হাতভরাতে, আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   রাঙ্গাপাণী হাতভরাতে বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো।

দীর্ঘ কয়েক দিন ধরে হাতভরা এলাকায় বাঘের আতঙ্কে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল গোটা এলাকায়।

প্রথমে চা পাতা বাগানের র্কমচারীরা সকাল 4 টে নাগাদ বাঘটিকে লক্ষ করে। সেই মূহুর্তে খবর দেয় বাগানের মালিক দের।বাগানের মালিক এসে forest department কে খবর দেয়। forest department এর লোকেরা সেই বাঘটিকে খাচা বন্দী করে নিয়ে য়ায়। তারপর পুলিশ পশাসন গোটা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে উপস্থিত ছিলেন বাগানের মালিক প্রবীর সিংহ এবং পরিতোষ ঘোষ।

আরও পড়ুন -  দুই দিন নয় চারদিনের বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়