Nusrat Jahan: দ্বিতীয়বার প্রেগন্যান্সি নিয়ে সরব অভিনেত্রী নুসরত জাহান

Published By: Khabar India Online | Published On:

গত বছর সংবাদের শিরোনামে ছিলেন নুসরত জাহান।

পিতৃ পরিচয় নিয়েও কাদা ছোঁড়াছুঁড়ি চলে। সেই হিসেব চুকিয়ে দেন নুসরত। সন্তানের বাবার পরিচয় হিসেবে অভিনেতা যশ সেনগুপ্তকে পাশে রাখেন। এরপরেও কু মন্তব্যের শিকার হন অভিনেত্রী।

আরও পড়ুন -  Gold Price: ব্যাপক পতন সোনার দাম, সর্বশেষ রেট দেখুন

সম্প্রতি, দ্বিতীয় বার প্রেগন্যান্সি নিয়ে সরব হয়েছেন নুসরত জাহান। এই মুহূর্তে তার প্রথম সন্তানের বয়স প্রায় ৯ মাস। সন্তান হওয়ার ১২ দিন পর কাজের ফিল্ডে নেমে যান। দাপিয়ে শ্যুটিং করেন নুসরত। বেশ কয়েকটি বাংলা সিনেমায় শ্যুট করেন, পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনের ব্র্যান্ডের এন্ডর্সমেন্টও করেন অভিনেত্রী।
তাহলে কি আবারও সন্তানের মা হতে চলেছেন?

আরও পড়ুন -  Nuclear Attack: পরমাণু হামলায় তছনছ করতে এক মুহূর্তও সময় লাগবে না, হুমকি দিলেন কিমের বোন