TMC: তৃণমূলের কটাক্ষ, শুভেন্দু খাট ভেঙে গেলেন, নতুন দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   শুভেন্দুর ভাঙা খাট, পাল্টে নতুন খাট দিয়ে গেলেন তৃনমূল নেতারা। রজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসতে গিয়ে খাট ভাঙছে, নতুন খাট তুলে দিলেন তৃনমূল নেতারা। একেই বলে ইটের বদলে পাটকেল। শুক্রবার ময়নাগুড়ির ধর্মপুরের নির্যাতিতা মৃত নাবালিকার বাড়িতে বসতে গিয়ে খাট ভেঙে পড়ে যায় রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন -  ৪৮ ঘন্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী রাহুল সিনহা

শনিবার মৃত নির্যাতিতার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস সহ মৃত নাবালিকার পরিবারের কাছে নতুন খাট তুলে দেন তৃনমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জি। এদিন তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি সহ নতুন খাট তুলে দেন নির্যাতিতা পরিবারের কাছে। এক্ষেত্রে তৃনমূলের কটাক্ষ, শুভেন্দু খাট ভেঙে গেলেন তা দিয়ে গেলেন তৃনমূল কংগ্রেস। অবশ্য নতুন খাট পেয়ে খুশি নির্যাতিতা পরিবারের সদস্যরা।

আরও পড়ুন -  উষ্ণতা ছড়ালেন Disha Patani ছোট্ট বিকিনিতে নেট দুনিয়ায়, রইল সাহসী কিছু ছবি