Film: শেহনাজ গিল সলমন খানের আগামী ছবিতে

Published By: Khabar India Online | Published On:

বিগ বস ১৩ বদলে দিয়েছে শেহনাজ গিলের জীবন। তার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। দেখতে সুন্দর শেহনাজ নিজেই জানান যে তাকে সবাই পঞ্জাবের ক্যাটরিনা বলেন। তবে তার রূপ নয়, তার সারল্যের জন্য সকলে ভালোবাসেন। এই ঘরেই প্রেমে পড়েন শেহনাজ। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়নে মুগ্ধ ছিল সবাই।

আরও পড়ুন -  Salman Khan-Mia Khalifa: সালমান খান ও মিয়া খলিফা, পর্দায় এক সাথে!

এরই মাঝে ঘটে দুর্ঘটনা। সিদ্ধার্থের অকালমৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েকদিন প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যান নায়িকা। এরপর ফিরে আসেন তিনি। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও ‘সিডনাজ’ ভক্তদের কাছে এই জুটির আবেদন চিরন্তন।

আরও পড়ুন -  Ullu-র ওয়েব সিরিজ বিনামূল্যে দেখুন, বাচ্চাদের সামনে একদম না

 মাঝে কখনও পাঞ্জাবী ছবিতে কখনও ফটোশুটে ঝড় তোলেন শেহনাজ। এবার তার ফ্যানেরা পেল এক দারুণ খবর। শোনা যাচ্ছে, সলমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’তে দেখা যাবে শেহনাজ গিলকে।

আরও পড়ুন -  Lionel Messi: চুক্তি হয়নি কোনো ক্লাবের সঙ্গে, মেসির বাবার দাবি

আগামী বছর ইদে মুক্তি পাবে সলমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’। এই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন শেহনাজ গিল। সূত্রের খবর, ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে।