Koel-Hiran: অভিনেতা হিরণ, কোয়েল-কে নিয়ে কি বললেন ?

Published By: Khabar India Online | Published On:

হিরণ (Hiran), টলিউডের অত্যন্ত বিতর্কিত এক নায়ক যাঁকে নিয়ে রয়েছে বহু রটনা। কিন্তু কোয়েল মল্লিক (Koel Mallick)এর সঙ্গে মেলে তাঁর রসায়ন।

গতকাল ছিল কোয়েলের জন্মদিন। কোয়েলের রাজনৈতিক কেরিয়ারের প্রসঙ্গ উঠতেই হিরণ বললেন, তিনি কোয়েলকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইবেন।

আরও পড়ুন -  Tata Altroz টেক্কা দিচ্ছে হ্যাচব্যাক সেগমেন্টে Baleno কে, মাত্র ৫ লাখ টাকা এখন

2007 সালে হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) পরিচালিত ফিল্ম ‘নবাব নন্দিনী’-র মাধ্যমে টলিউডে অভিনেতা হিসাবে ডেবিউ করেছিলেন হিরণ। এই ফিল্মে তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে ছিলেন কোয়েল। অন্য পেশা থেকে হঠাৎই অভিনয় জগতে চলে আসা হিরণকে কোয়েল হাতে ধরে অভিনয় থেকে ফ্রেমের খুঁটিনাটি শিখিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোনো জন্মদিনেই হিরণ জানতে চাননি, কোয়েলের বয়স কত! কোয়েল তাঁর কাছে নিজের মতো করে বরাবর সুন্দরী ও ঝলমলে একজন ব্যক্তিত্ব।

আরও পড়ুন -  Koel Mallick : কোয়েল মল্লিকের বাড়িতে নতুন সদস্য আসছে