Tree Planting: জন্মদিনে অভিনব উদ্যোগ নিলো রাজকুমার সরকার, বৃক্ষ রোপন কর্মসূচি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   জন্মদিনে অভিনব উদ্যোগ নিল সূর্যসেন মহাবিদ্যালয় এন এস এস ইউনিট-2 এর সদস্য রাজকুমার সরকার।

যত দিন যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বেড়েই চলেছে তাই মানুষ নিজের বাসস্থানের জন্য গাছপালা কেঁটে দিচ্ছে এবং সেখানে বসবাস করছে। যত দিন যাচ্ছে তত অক্সিজেন এর পরিমাণ ততই কমে যাচ্ছে, এ কথাকে মাথায় রেখে সূর্যসেন মহাবিদ্যালয় এন এস এস ইউনিট-II এর সদস্য রাজকুমার সরকার তার জন্মদিনের দিন ভক্তিনগর এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করেছে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপমর জনসাধারণ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল এন এস এস ইউনিট-ii এর প্রাক্তন লিডার পল্লব বিশ্বাস রায়া কুলাচারিয়া, প্রতিভা রয়, অজয় রয়,মালতি রায় এবং রাজকুমার সরকার।

আরও পড়ুন -  জন্মদিনে আদুরে শুভেচ্ছা বিশ্বসুন্দরী সুস্মিতার, হ্যাপি বার্থ ডে আমার প্রথম প্রেম-ভালোবাসা, রেনে