Online Game Play: অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে কিশোরদের বচসায় বড়রা জড়িয়ে পড়ে তুলকালাম

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ 

ধূপগুড়িতে অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্য বচসায় জড়িয়ে পড়ল বড়োরা, তদন্তে পুলিশ।

অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে কিশোরদের বচসায় বড়রা জড়িয়ে পড়ে তুলকালাম, কাটা হল জমির ফসল, ঘটনার তদন্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকোয়াঝড়া-২ নং গ্রাম পঞ্চায়েতের মধ্য সাকোয়াঝড়া এলাকায়। জানা গেছে, গত শনিবার লক্ষন রায়ের ছোট ছেলে ওই এলাকার আরো দুই বন্ধু মিলে অনলাইন গেম খেলার সময় বচসা বাঁধে। আর এই বচসা বড়দের মধ্য জড়িয়ে পড়ে। এর পর এক পক্ষ অপর পক্ষের জমির ফসল কেটে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে উভয় পক্ষের এই ঘটনা নিয়ে ধূপগুড়ি থানায় দারস্থ হয়। বুধবার এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন -  জম্মু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত মদন মোহন মালব্যর নামে নতুন শিক্ষাকেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং