The Chartered Accountant of India (ICAI)-র সভা অনুষ্ঠিত হলো

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তীঃ   রাজারহাট, নিউটাউন, ওয়েস্টইন হোটেলে The Chartered Accountant of India (ICAI) এক সভার আয়োজন করেছিল। সেখানে ১০০ জন ব্রাঞ্চেরত অধিকর্তাদের ডাকা হয়েছিল তাদের কাজকর্মের উপর আলোকপাত করার জন্য জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সিএ, ডাঃ দেবাশীষ মিত্র, সভাপতি, আইসিএআই, সিএ, অনিকেত এস, টাকাতেই, উপ- সভাপতি সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিদের নানা প্রশ্নের উত্তর দিলেন সারা ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলি ব্রাঞ্চ ও অন্যান্য কাজ কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হল। ডাঃ মিত্রর কথা আমাদের এই প্রতিষ্ঠার কোনো বেকার নয়, তারা যেমন চাকরি করছে এবং অফিস করে প্রতিষ্ঠিত হয়েছেন। এক সাংবাদিক প্রশ্ন করেন আপনারা বলছেন চাহিদা অনুসারে পাশ করা ছাত্রের সংখ্যা কম। আমরা যতটা জানি অপনাদের প্রতিষ্ঠানে পাশের সংখ্যা কম সে কারণে এখানে পাশ করা ছেলেরা কেও বেকার নেই। আমারা খুব নিখুঁত ভাবে খাতা পরীক্ষা করি। এমন অনেক প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন -  ভিড়ের কারণে করোনা সংক্রমণ আটকাতে কিছু স্টেশনে যে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে, তা “সাময়িক” ব্যবস্থা