40 C
Kolkata
Thursday, April 25, 2024

Google Pixel Watch: গুগল পিক্সেল ওয়াচ, স্মার্টওয়াচকেও টেক্কা দেবে

Must Read

 বাজারে আসছে গুগল পিক্সেল ওয়াচ। আকর্ষণীয় সব ফিচার সম্পন্ন স্মার্টওয়াচটি অ্যাপলের স্মার্টওয়াচকেও টেক্কা দিতে পারবে।

সম্প্রতি টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) জানান, ওয়্যার ৩.১ অপারেটিং সিস্টেমে চালিত গুগল পিক্সেল ওয়াচ খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে চলেছে। গুগলের আসন্ন স্মার্টওয়াচটির কোড নাম রাখা হয়েছে পিক্সেল রোহান।

আরও পড়ুন -  সময়সীমা বাড়লো, আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক, বড়ো স্বস্তি সাধারণ মানুষের

গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। ফলে এটি অ্যাপল ওয়াচের থেকেও উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সঙ্গে আসতে চলেছে। সঙ্গে হাই-এন্ড ইসিজি মনিটরিং ফিচার থাকবে বলে ধারণা করা হচ্ছে। বেসিক সেন্সরের সঙ্গে নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দুর্গাপুরের ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন

অনুমান করা হচ্ছে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও হবে বেশ উন্নত।

 ঘড়িটির দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ১১ মে লঞ্চ হতে পারে নতুন স্মার্টওয়াচটি।

আরও পড়ুন -  সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে

Latest News

কথা দিয়েছিলো ফিরে আসবে!

কথা দিয়েছিলো ফিরে আসবে! সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, তারা জ্বলে উঠেছে রাতের আকাশে। চাঁদের আলোয় ঝিকিমিকি করে পৃথিবী, কিন্তু তোমার অভাব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img