Santosh Trophy: বাংলা শেষ চারে সন্তোষে

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ  বাংলা শেষ চারে সন্তোষে।

সন্তোষ ট্রফির সেমিফাইনালে চলে গেলো বাংলা। রবিবার গ্রুপের শেষ ম্যাচে দাপটের সঙ্গে খেলে বাংলা ৩-০ গোলে রাজস্থান কে পরাস্ত করে শেষ চারে খেলবার ছাড়পত্র তুলে নেয়। খেলার প্রথম পর্বে কোনও পক্ষ গোল পায় নি ।বাংলা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। তবে দ্বিতীয় পর্বে বাংলার দাপটের কাছে কোণঠাসা হয়ে যায় রাজস্থান। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফরদিন আলি মোল্লা। বাংলার দ্বিতীয় গোল আসে ৫৯ মিনিটে ফরদিনের পা থেকে। ৮০ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সুজিত সিং। ম্যাচের সেরা হন ফরদিন।   শেষ চারে যত কঠিন প্রতিপক্ষ হোক না কেন,তাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে বাংলা সেরা খেলা খেলবে। মনে করেন কোচ রঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন -  Ajker Rashifol: আজ ২২শে ডিসেম্বর (৬ই পৌষ) বুধবার রাশিফল দেখুন