Visva-Bharati: দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অসীম দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, বিশ্বভারতীর চত্বরে উত্তেজনা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ   বিশ্বভারতীর হোস্টেল বৃহস্পতিবার সকালে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অসীম দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যা ঘিরে এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী চত্বরে।পরিবারের অভিযোগ তাদের ছেলেকে খাবারের সঙ্গে কিছু খাইয়ে খুন করা হয়েছে।

আরও পড়ুন -  Mimi Chakraborty: সাংসদ পদে ইস্তফা দেওয়া নিয়ে মুখ খুললেন মিমি

তবে এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনা ইতিমধ্যে পরিবারের তরফে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ওই ছাত্রের মৃত্যুর ঘটনা কেন পরিবার ও পুলিশকে জানালো না এই অভিযোগ তুলে এদিন সন্ধ্যা থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাংলো ঘেরাও করেন পরিবারের সদস্যরা। উপাচার্য এই বিষয়ে কোন পদক্ষেপ না নিলে ঘেরাও লাগাতার চলবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন -  Pratik Sen: ‘মোহর’-এর শঙ্খ স্যার নতুন প্রেম খুঁজে পেলেন !