War in Ukraine: ক্ষতি ৬ হাজার কোটি ডলার, ইউক্রেনের যুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

রয়টার্সের তথ্য অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের এক সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরে বলেন, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা নিরূপণে প্রাথমিক যে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে, তাতে সেদেশের যুদ্ধের পেছনে বেড়ে চলা আর্থিক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যুদ্ধ এখনও চলছে, তাই এসব খরচও বাড়ছে।

আরও পড়ুন -  Asia Cup: আরব আমিরাতে, এশিয়া কাপ অনুষ্ঠিত হবে

বিশ্ব ব্যাংকের সম্মেলনে ভারচুয়ালি অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আরও বড় পরিসরের খরচ ও আর্থিক চাহিদার কথা তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে তার দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পোষাতে মাসে ৭০০ কোটি ডলার দরকার। আর এই ধ্বংসাবশেষ পুনর্গঠনে শত শত কোটি ডলার প্রয়োজন হবে।

আরও পড়ুন -  Pak Army Chief: রুশ আগ্রাসন ‘অতি দ্রুত’ বন্ধ করতে হবেঃ পাক সেনাপ্রধান

জেলেনস্কি আরও বলেন, যেসব দেশ রাশিয়ার অর্থ জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে সেই অর্থ যেন ইউক্রেনের পুনর্গঠনে এবং অন্য যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তায় খরচ করা হয়। সম্মেলনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল জানান, যুদ্ধের সরাসরি ক্ষতির বিবেচনায় ইউক্রেনের জিডিপি এ বছর ৩০ থেকে ৫০ শতাংশ কমে যাবে এবং পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এ পর্যন্ত ৫৬ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।

আরও পড়ুন -  Indian Railways: ঘোষণা ভারতীয় রেলের, এবার থেকে পাবেন রেলের যাত্রীরা চকচকে বালিশ-কম্বল

বিশ্ব ব্যাংকের হিসাবে যা ইউক্রেনের অর্থনীতির আকারের তিনগুণ, ২০২০ সালের তথ্যানুযায়ী সেদেশের অর্থনীতির আকার ছিলো ১৫ হাজার ৫৫০ কোটি ডলার।