Nusrat Jahan: হট লুক ঘুম নেই নেটিজেনদের, মারকাটারি ফিগারে নুসরত

Published By: Khabar India Online | Published On:

 নুসরত জাহান। ২০২১ এর সিংহভাগ জুড়ে ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু। এই বছরেও এসে তাকে নিয়ে বিতর্ক এক বিন্দুও কমেনি। নিজেকে খোলামেলা পোশাকে মেলে ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করলেই দেখা যায়।

আরও পড়ুন -  Homemade Moisturizers: ত্বক থাকবে ভালো ঘরোয়া ময়েশ্চারাইজারে

 আবার তাকে দেখা গেল বোল্ড অবতারে। গোলাপি রঙের একটি ফ্লোরাল লেহেঙ্গায় নেটিজেনদের নজর কাড়লেন তিনি। গোলাপী আভা নিজের শরীরকে ঢেকে পরীর মত সেজে উঠেছেন। সামনে রাখা গোলাপি হৃদয়।

এতেই নেটিজেনরা একেবারে নক আউট। পোস্ট করার নিমেষের মধ্যে ভাইরাল নুসরতের ছবি। টলিপাড়ার যেকোনো অভিনেত্রীকে খোলামেলা পোশাকে দেখলে নিজেদের মন্তব্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন সোশ্যাল মিডিয়া বাসীরা। বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত এসব নিয়ে ভাবেন না। তিনি বরাবরই চলেন নিজের মেজাজে। অভিনয়ের পাশাপাশি তার জীবন সঙ্গী যশ দাশগুপ্ত এবং পুত্র ঈশানের সঙ্গে মাতৃত্ব যাপনেই ব্যস্ত তিনি।

আরও পড়ুন -  রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রণাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়াতে

এক মুগ্ধ নেটিজেন এই মন্তব্যও করেন যে আত্মহত্যা কোনো পাপ কাজ না হলে তিনি নুসরতের হাসিতেই ডুবে মরে যেতেন।