Forest Department: বন দপ্তরের বিশেষ অভিযানে, উদ্ধার বহু মূল্যের হাতির দাঁতের সামগ্রী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ   হাওড়া বন দপ্তরের বিশেষ অভিযান। হুগলীর বেগমপুর থেকে উদ্ধার বহু মূল্যের হাতির দাঁতের সামগ্রী।

হাওড়া বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র যৌথ অভিযানে হুগলির বেগমপুর থেকে উদ্ধার হলো হাতির দাঁতের তৈরি বিভিন্ন সামগ্রী। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর বুধবার দুপুরে ধৃত ব্যক্তিকে নিয়ে আসা হয় হাওড়া ফরেস্ট অফিসে। চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন -  মা হওয়ার পরেও ওজন কমিয়ে দিব্যি ফিট শ্বেতা তিওয়ারি, এরকম ফিগার কিভাবে করলেন ?