Cricketer: ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন।

মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

আরও পড়ুন -  মুকুল, পিএসি কমিটির চেয়ারম্যান হলেন, শাসক দলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর

গত ১৫ এপ্রিল স্কয়ার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন রুবেল। এরপর ফের ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৮ সালে বাংলাদেশের জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। মাত্র ৫টি ওয়ানডে খেলার সুযোগ হয় তার। তবে ফাস্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তিনি।

আরও পড়ুন -  পুত্রশোকের ছায়া ৭৮ বছর বয়সে জীবনে নামলো, অভিনেতা বরুণ চন্দর পুত্র অভীক প্রয়াত