‘রঙ্গবতী’ রূপে ফিরছেন, সোনামণি সাহা (Sonamoni Saha)

Published By: Khabar India Online | Published On:

 ‘মোহর’ ওরফে সোনামণি সাহা (Sonamoni Saha) কিছুদিন বিরতির পর ফিরছেন।

 ‘মোহর’-এর দৌলতে ঘরে ঘরে পরিচিত হয়েছেন। অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) র প্রয়াণের পর দ্রুত শেষ করে দেওয়া হয় ‘মোহর’। কর্মবিরতিতে তিনি ডায়েট ভুলে খেয়েছেন মায়ের হাতের রান্না। পালন করেছেন জন্মদিন।

আরও পড়ুন -  Mohor: ‘মোহর’ লাল লেহেঙ্গায় অপ্সরা, কমেন্ট করলেন ‘শঙ্খ স্যার’

খুব শীঘ্রই সোনামণিকে আবারও ফিরতে হচ্ছে ‘রঙ্গবতী’ রূপে, অন্তত তাঁর অনুরাগীদের এমনটাই আশা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sonamoni (@its_sona.real)

সম্প্রতি ফেসবুকে সোনামণির অনুরাগীদের একাংশ লিখতে শুরু করেছেন, স্টার জলসায় নাকি ভাইরাল হয়ে গিয়েছে ‘রঙ্গবতী’ নামে একটি নতুন সিরিয়ালের প্রোমো যাতে সোনামণিকে একটি সোনালি রঙের পোশাক পরে ‘রঙ্গবতী’ গানে নাচতে দেখা গিয়েছে। এরপর থেকেই খবরটি ভাইরাল হয়ে যায়। তবে এই খবরের সত্যতা আছে কিনা, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন -  Pakistan: আত্মঘাতী হামলায় ‘আইএসআইএস’ জড়িত, পাকিস্তানে

‘দেবী চৌধুরাণী’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করেছিলেন সোনামণি। টেলিভিশন ছাড়াও তিনি ফিল্ম ও ওটিটিতে কাজ করতে চান।