বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত রিটন সেখকে জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাটঃ   রামপুরহাটে অস্থায়ী সিবিআই ক্যাম্পে এল দমকলের অফিসার সহ বেশ কয়েকজন কর্মী।

তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

অন্যদিকে আজ বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত রিটন সেখকে জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত। বগটুই কাণ্ডে তদন্তে নেমে ১৩ এপ্রিল বগটুই গ্রাম থেকে রিটন সেখকে গ্রেফতার করে সিবিআই। তারপর ১৪ এপ্রিল আদালতের নির্দেশে তিনদিনের সিবিআই হেফাজতে ছিল রিটন সেখ।

আরও পড়ুন -  Ganikhan Chowdhury: গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত সাংসদ গনিখান চৌধুরীর ৯৫ তম জন্মদিন পালন

আজ সেই মেয়াদ শেষ হওয়ায় অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে ফের ২৯ এপ্রিল আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন -  Children's Day: উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিশু দিবস