Road Work: শুরু পাকা রাস্তার কাজ, গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ   শুরু পাকা রাস্তার কাজ, খুশি গ্রামবাসীরা।

রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পের ২২২ মিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজের সূচনা হল শনিবার।এদিন দুপুরে মালদহের চাঁচল-১ নং ব্লকের ভগবান পুর গ্রাম পঞ্চায়েতের জাহির খাঁ গ্রামের সেই পাকা রাস্তার কাজের সূচনা করা হয়। ১১ নং আসনের জেলা পরিষদ সদস্য বন্দনা রানী ঘোষ ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন।উপস্থিত ছিলেধ চাঁচল ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য শাহাজান আলী (পিংকু)সহ এলাকার মানুষ।

আরও পড়ুন -  আশ্বাস রাজ্য সরকারের, বিকল্প কার্ডেই সমস্ত সুবিধা

জেলা পরিষদ সূত্রে জানা গেছে,পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে এই গ্রামে ২২২ মিটার কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের জন্য ৯৭৩৫২৬ টাকা বরাদ্দ হয়েছে।গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কাচা রাস্তাটি পাকা করার। তাই গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে এদিন দাবি পূরণ করা হলো বলে জানিয়েছেন জেলাপরিষদ সদস‍্যা বন্দনা।

আরও পড়ুন -  ইসিএল দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে