Ghosh Community: জমিদারদের খুশি করার জন্য, পহেলা বৈশাখ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ   নদীয়া রানাঘাটে জমিদার আমলে। ঘোষ সম্প্রদায়ের লোকজন, সে সময় জমিদারদের খুশি করার জন্য পহেলা বৈশাখের দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন জমিদারদের সামনে বিভিন্ন রকমের কলাকুশলী দেখাতেন।

আরও পড়ুন -  Alto 800 গাড়ির বিকল্প হিসেবে একেবারে সস্তার গাড়ি নিয়ে এলো মারুতি

সেই পরম্পরা বজায় রেখে আজও পহেলা বৈশাখের দিন রাত্রিবেলা রানাঘাট শহরজুড়ে এই বিশেষ রেলি বার করা হয়। বর্তমান সময়ে জমিদার আর নেই কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ ভিড় করে দেখেন এই নানারকম কলাকৌশলী। সেসময়ের ঘোষ মহাশয়দের শরণার্থে বিভিন্ন ক্লাব থেকে এই অনুষ্ঠান গুলি করে থাকে। স্থানীয় মানুষেরা এই রেলির নাম দিয়েছে ময়ূরপঙ্খী।

আরও পড়ুন -  Sachin Birthday: ক্রিকেটের ধর্মের দেবতা সচিনের জন্মদিন, ফিরে দেখা অঞ্জলির প্রেম