নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ নদীয়া রানাঘাটে জমিদার আমলে। ঘোষ সম্প্রদায়ের লোকজন, সে সময় জমিদারদের খুশি করার জন্য পহেলা বৈশাখের দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন জমিদারদের সামনে বিভিন্ন রকমের কলাকুশলী দেখাতেন।
সেই পরম্পরা বজায় রেখে আজও পহেলা বৈশাখের দিন রাত্রিবেলা রানাঘাট শহরজুড়ে এই বিশেষ রেলি বার করা হয়। বর্তমান সময়ে জমিদার আর নেই কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ ভিড় করে দেখেন এই নানারকম কলাকৌশলী। সেসময়ের ঘোষ মহাশয়দের শরণার্থে বিভিন্ন ক্লাব থেকে এই অনুষ্ঠান গুলি করে থাকে। স্থানীয় মানুষেরা এই রেলির নাম দিয়েছে ময়ূরপঙ্খী।