Killed: ১৫৪ নিহত, বন্দুকধারীদের হামলায়

Published By: Khabar India Online | Published On:

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৫৪ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা। হামলার আশঙ্কায় বাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ৪ হাজার ৮০০ জন।

প্রতিবেদনে বলা হয়, রবিবার মোটরসাইকেলে একদল বন্দুকধারী মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। একইসঙ্গে মানুষকে লক্ষ্য করে নির্বিচার গুলি করতে থাকে।

আরও পড়ুন -  House Collapsed: একই পরিবারের ৯ জন নিহত, পাকিস্তানে বাড়ির ছাদ ধসে

স্থানীয় কর্মকর্তারা জানায়, বহু বাড়িঘর ও দোকান জ্বালিয়ে দেয়া হয়েছে। আর যারা পালানোর বা অন্যত্র লুকানোর চেষ্টা করছিলো, তাদের গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। হামলায় ১৫৪ জনের মৃত্যুর কথা জানা গেছে।

আরও পড়ুন -  Kiev: সারারাত রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১, কিয়েভে

রাজ্যের গার্গার জেলার কাউন্সিলর ইয়াউ আবু বকর বলেন, আমরা এখন পর্যন্ত ১৫৪ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। প্রাথমিকভাবে প্রাণহানির যে হিসাব পাওয়া গিয়েছে এ সংখ্যা তার চেয়ে তিন গুণ বেশি।

আরও পড়ুন -  Assam: সাত শিক্ষার্থী নিহত, সড়ক দুর্ঘটনায়, আসামে

আবু বকর বলেন, মরদেহগুলো গণকবর দেয়ার কাজ চলছে। হামলার পর বন্দুকধারীদের ধরতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।